ওয়াকারের বিরুদ্ধে অভিযোগ
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা সুইং বোলার ওয়াকার ইউনিস। বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে ২০০৩ সালে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনিস। এর দুই বছর পর আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছেন মোহাম্মদ আসিফ। তিনিও সুইং বোলিংয়ের জন্য ছিলেন বিশেষ পরিচিত। দীর্ঘদিন পর এখন ওয়াকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন আসিফ। তার মতে, নতুন বলে বোলিংই করতে পারতেন না ওয়াকার এবং পুরোনো বলেও রিভার্স সুইং আদায়ের জন্য বেছে নিতেন অসদুপায়। পাকিস্তানের সংবাদমাধ্যমে এআরওয়াই নিউজকে দেয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন, ‘সে (ওয়াকার) রিভার্স সুইংয়ের জন্য বলের সঙ্গে প্রতারণা করতো। ক্যারিয়ারের লম্বাসময় সে নতুন বলে বোলিং করতে পারত না। একদম শেষদিকে গিয়ে নতুন বলে বোলিং করা শিখেছে ওয়াকার।’
শুধু বোলার ওয়াকার নয়, কোচ হিসেবে ওয়াকারের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন আসিফ। তার ভাষ্য, ‘আপনারা তাকে (ওয়াকার) রিভার্স সুইংয়ের মাস্টার হিসেবে চেনেন কিন্তু সে এমন একজন বোলারও তৈরি করতে পারেনি যে কি না নিখুঁত রিভার্স সুইং করাতে পারে।’
‘এসব মানুষ গত ২০ বছর ধরে কোচিং করাচ্ছে কিন্তু কখনও মানসম্পন্ন বোলার বের করতে পারেনি। আমাদের সংখ্যায় অনেক বোলার আছে, কিন্তু মান নেই। দলে ৮ পেসার আছে কিন্তু কোনো পরিকল্পনা নেই। এই অবস্থার পরিবর্তন ঘটা জরুরি।’