মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

৩০ বছর হলেই করোনা ভ্যাকসিন

আরও বেশি সংখ্যক মানুষকে করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য বয়সসীমা কমিয়ে ৩০ করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই ২০২১) সন্ধ্যা থেকেই ৩০ বছর বয়সীরা সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধনের সুযোগ পেয়েছে। জানা গেছে, বয়সসীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে। পর্যায়ক্রমে সেটিকে ১৮ বছরে নামিয়ে আনা হবে।

স্বাস্থ্য অধিদফতরের এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, রোববার এ বিষয়ে মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রতি এক সপ্তাহ পর পর ৫ বছর কমিয়ে বয়সসীমা নির্ধারণ করা হবে।

সম্পর্কিত পোস্ট