ফাইনালে নেপাল
ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে শেষপর্যন্ত নেপালকেই পেলো বাংলাদেশ। শনিবার বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হলে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে নাম লেখায় নেপাল। বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেই নেমেছিল স্বাগতিকদের বিপক্ষে। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে এর আগে বাংলাদেশ এতটা নির্ভার হয়ে শেষ ম্যাচ খেলেনি। এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ।
ফাইনালে যেতে নেপালের এক পয়েন্টই দরকার ছিল। প্রয়োজনীয় ড্র করেই স্বাগতিকরা ফাইনালে। ২৯ মার্চ টুর্নামেন্টের ফাইনালে আবার দেখা হবে বাংলাদেশ-নেপালের।