মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পরীমণি-সাকলায়েনের জন্মদিনে চুম্বনের ভিডিও ভাইরাল

  • নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি আলোচিত ঢাকা মহানগর পুলিশের এডিসি গোলাম সাকলায়েন সিথিলের সঙ্গে ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির নতুন আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে পরীমণিকে সাকলায়েনের জন্মদিনের কেক কাটার পাশাপাশি এক পর্যায়ে তাকে চুম্বন করতে দেখা গেছে।

মঙ্গলবার (১০ আগস্ট ২০২১) সন্ধ্যা থেকে ১ মিনিট ৩৯ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে ইলিয়াস হোসাইন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এর আগে সাকলাইনের বাসায় পরীমণির একটি ভিডিও ভাইরাল হয়। বাসার সিসি ক্যামেরায় সেই ভিডিওচিত্র ধারণ করা হয়।
এ ভিডিওটিতে দেখা যাচ্ছে, পরীমণি ও সাকলায়েন পাশাপাশি বসে আছে। তাদের চারপাশে আকাশী ও কালো বেলুন উড়ছে। পাশ থেকে মিউজিকের শব্দ ভেসে আসছিল। গোল কাঁচের একটি টেবিলে আকাশী ও কালো রঙের একটি কেক ছিল যার মাঝে লেখা- ‘হ্যাপি বার্থডে মাই ম্যান’।
কেকটির পাশেই  ছিল পানীয়ের দুটি  গ্লাস ও একটি বোতল। কেকটি কাটার সময় এডিসি সাকলায়েনের দুই হাত চেপে ধরেন পরীমণি। এরপর কেকটি খানিকটা কাটার পর পরীমণি বলে ওঠেন-এবার কী মজা! এক টুকরো কেক সাকলায়েনের মুখে তুলে দেন তিনি। এরপর তার ঠোঁটে চুম্বন করেন পরীমণি। ওই অবস্থায় কিছুটা অস্বস্তি বোধ করতে দেখা যায়  ডিবি থেকে সদ্য সরিয়ে নেওয়া এই কর্মকর্তাকে।
এ সব দৃশ্য পাশ থেকে কেউ একজন ভিডিও করছিলেন এবং তারাও পরীমণির সঙ্গে ‘হ্যাপি বার্থডে টু ইউ’ বলছিলেন। ভিডিওটিতে আরও দেখা যায়, ডিবির এডিসি গোলাম সাকলায়েনও তাকে এক পর্যায় এক টুকরো কেক খাইয়ে দেন।

সম্পর্কিত পোস্ট