মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

আলেশা কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  • দেশকাল২৪.কম ডেস্ক

‘ইচ্ছেরা সব হাতের মুঠোয়’ স্লোগান নিয়ে সম্প্রতি বাজারে আসা আলেশা কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার (১০ আগস্ট) প্রিভিলেজকে নতুন মাত্রায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ এ প্রিভিলেজ কার্ড তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আলেশা হোল্ডিংস সাকিব আল হাসানের সাথে চুক্তি করে।

চুক্তি প্রসংগে প্রতিষ্ঠানটির হেড অব কার্ড সোহরাব হোসেন বলেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে উচ্ছসিত ‘আলেশা কার্ড লিমিটেড’ পরিবার। গ্রাহক সেবা নিশ্চিতের মাধ্যমে ও দেশের আপামর সবার জন্যই আমরা একসাথে আরো অনেক পথ চলতে চাই।

তিনি আরও বলেন, এই কার্ডটির ক্রয়মূল্য ৭ হাজার ৯৮০ টাকা। যার মেয়াদ এক বছর। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের জন্য কার্ডটি একদম ফ্রি এবং ৬৫ বয়সোর্ধ্ব ব্যক্তিগণের জন্য ৫০% ছাড়ে পাচ্ছেন কার্ডটি।

চুক্তি অনুষ্ঠানে আরো বলা হয়, আলেশা হোল্ডিংস লিমিটেড-এর আসন্ন আরেকটি উদ্যোগ ‘আলেশা ফার্মেসি’। আলেশা কার্ড ব্যবহার করে সেখান থেকেও ৫ শতাংশ ডিসকাউন্টে ওষুধ ক্রয় করতে পারবেন কার্ড হোল্ডারগণ।

শর্তসাপেক্ষে কার্ড হোল্ডাররা আরো পাবেন আন্তর্জাতিক মানের অ্যাম্বুলেন্স সেবা, যেখানে থাকবে হাসপাতালে আসার আগ পর্যন্ত আইপি ক্যামেরার মাধ্যমে ডাক্তারের সরাসরি পর্যবেক্ষণ সুবিধা।

মেয়াদ থাকাকালে আলেশা কার্ড লিমিটেড-এর কোনো কার্ড হোল্ডার যদি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে বয়স অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা প্রদান করা হবে।

চুক্তি প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, গ্রাহকদের বিষয়ে আলেশা কার্ড লিমিটেড-এর এমন পরিকল্পনা ও প্রতিশ্রুতিবদ্ধ সেবায় তিনি মুগ্ধ। বিষয়টিকে তিনি আরো সামনে এগিয়ে নিতে চান। একই সাথে গ্রাহকদেরকে ধন্যবাদ দেন।

আলেশা কার্ড সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে তিন হাজারেরও বেশি পার্টনারদের কাছ থেকে কার্ড হোল্ডারগণ বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন এবং আলেশা মার্ট লিমিটেড-এর নির্দিষ্ট পণ্য কিনতে পারবেন ১০ শতাংশ ডিসকাউন্টে।

শীঘ্রই যাত্রা শুরু হতে যাচ্ছে আলেশা হোল্ডিংস লিমিটেড-এর নতুন সেবা ‘আলেশা রাইড’। কার্ডটি ব্যবহার করে আলেশা রাইড-এর প্রতি রাইডে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেশা হোল্ডিংস লিমিটেডের লিগ্যাল অ্যাডভাইজার এন্ড হেড অব কর্পোরেট লিগ্যাল এ্যাফেয়ার্স তামান্না মৌরীন, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর নাহিদ জাহান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এন্ড হেড অব প্ল্যানিং আসাদুল হোসেন শোভন এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর এন্ড হেড অব প্রকিউরমেন্ট তুহিন রহমান।

সম্পর্কিত পোস্ট