মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ের সংবাদপত্র বিক্রেতা শাহজাহান ঢালী আর নেই

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা সংবাদপত্র হকার্স সমবায় সমিতির শেয়ার হোল্ডার, সোনারগাঁ থানা এলাকায় সংবাদপত্র বিক্রেতা মো. শাহজাহান ঢালী আর নেই।

মঙ্গলবার (২৪ আগস্ট ২০২১) বিকেল ৩টায় ঢাকার বাডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৫ মেয়ে ও ১ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শাহজাহান ডেমরা থানার সারুলিয়া ইউনিয়নের ৬৮ নম্বর ওয়ার্ড স্টাফ কোয়াটার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মরহুম আলি আহম্মদ ঢালী। তিনি দীর্ঘদিন ধরে কাঁচপুর সেন্টার থেকে সংবাদপত্র নিয়ে সোনারগাঁ থানার মোঘড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। সন্ধ্যায় মরহুমের জানাজার নামাজ শেষে সারুলিয়ার সুকরশী কবরস্থানে লাশ দাফন করা হয়।

প্রবীণ এই সংবাদপত্র বিক্রেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও কাঁচপুর সেন্টারের সুপারভাইজার মো: সোহেল রহমান। তারা শাহজাহানের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ও মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন।

সম্পর্কিত পোস্ট