পুঁজিবাজারকে আরও জনবান্ধব করা হবে: অর্থমন্ত্রী
বাংলাদেশের পুঁজিবাজারকে আরও জনবান্ধব করে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার দুপুরে মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পুঁজিবাজারকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। পুঁজিবাজারের ব্যাপকতা আগের তুলনায় বেড়েছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ সচিব মো. আসাদুল ইসলাম ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বিএসইসি চেয়ারম্যান বলেন, “পুঁজিবাজারের আইটি অবকাঠামো উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা এজন্য অনুদান দিতে সম্মত হয়েছে। হয়তো সেটা কয়েক মাসের মধ্যে পেয়ে যাব।”