- ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বুধাবার (৮ সেপ্টেম্বর ২০২১) মিরপুরের হোম অব ক্রিকেটে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউই অধিনায়ক টম লাথাম।
প্রথম দুই ম্যাচে টানা জয়ের পরে তৃতীয় ম্যাচে সফরকারীদের কাছে বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। আজ টাইগারদের ঘুরে দাঁড়ানোর মিশন।
অন্যদিকে আজকের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চায় কিউইরা।
অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। অন্যদিকে কিউইদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। জ্যাকব ডুফি এবং স্কট কুজ্জেলিনের জায়গায় হামিশ বেনেট এবং ব্লেইর টিকনারকে দলে ফিরিয়েছে কিউইরা।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেট রক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম (অধিনায়ক এবং উইকেট রক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাককনকি, টম ব্ল্যান্ডেল, হামিশ বেনেট, অ্যাজাজ প্যাটেল, ব্লেইর টিকনার।