- নিজস্ব প্রতিবেদক
করোনাকালে প্রয়াত ৩৪ সদস্যের স্মরণে আয়োজিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, তাদের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়। জাতীয় প্রেস ক্লাবসহ গণমাধ্যমে তারা সকলেই অবদান রেখেছেন। স্মরণসভার মাধ্যমে তরুণ সাংবাদিকরা অনুপ্রেরণা পাবে বলেও আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
বুধবার (৬ অক্টোবর ২০২১) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
আলোচনায় অংশ নেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল হাসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বর্তমান সহ-সভাপতি হাসান হাফিজুর রহমান, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বর্তমান যুগ্ম সম্পাদক মঈনুল ইসলাম ও আশরাফ আলী, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক নাসিমুন আরা মিনু প্রমূখ।
ফরিদা ইয়াসমিন বলেন, ২০২০ সালের ২৪ অক্টোবর থেকে ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত এই ৩৪ জন সদস্য পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের প্রত্যেকের মৃত্যুতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু জাতীয় প্রেসক্লাবকে নয়, আমাদের পেশাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাঁরা বেঁচে থাকলে আরো অনেক কিছু দিতে পারতেন।
তিনি আরও বলেন, আমাদের পূর্বসূরিদের যদি আমরা স্মরণ না রাখতে পারি, আমাদের শেকড়ের কথা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের অগ্রসর হওয়ার কিছু থাকবে না। আমাদের পরিচয় থাকবে না।
ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় প্রেস ক্লাবের বিভিন্ন হলের নাম বরেণ্য সাংবাদিকদের নামে রাখা হয়েছে, এভাবে আমরা মনে করি আমাদের পূর্ববর্তী প্রজন্মকে ধরে রাখতে পারব এবং আমাদের পরে যারা আসবেন তারা ক্রমান্বয়ে এই ধারা বজায় রাখবেন। প্রয়াত সদস্যদের অবদান জাতির সামনে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের প্রয়াত সদস্যের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রয়াত সাংবাদিকদের জীবনের ওপর নেতৃবৃন্দ ছাড়াও আলোচনা করেন পরিবারের সদস্য ও তাদের সহকর্মীরা। স্মৃতিচারণের সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্মরণসভায় উত্থাপিত প্রস্তাবে বলা হয়, করোনা অতিমারির ছোবলে দেশ, জনপদ এখনো বিধ্বস্ত। এ এক দুঃসহকাল। গত এক বছরে আমরা হারিয়েছি অনেক স্বজন, সুহৃদ-সহযোগীকে। সাংবাদিকতা পেশার উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির ধারাবাহিক যে প্রয়াস, তার অগ্রসৈনিক ছিলেন তাদের অনেকে।
আমাদের প্রিয় জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনালগ্নে তাদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যারা ইন্তেকাল করেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তাদের আত্মার চিরশান্তির জন্যে পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করি। তাঁদের আত্মীয় পরিজনের প্রতি আমাদের গভীর আন্তরিক সমবেদনা।
প্রেস ক্লাবের প্রয়াত সদস্যরা হলেন- হাসান শাহরিয়ার, জাহিদুজ্জামান ফারুক, এ ইউ এম ফখরুদ্দিন, ফকীর আব্দুর রাজ্জাক, আবুল হাসনাত, এরশাদুল হক, হান্নান খান, খন্দকার মুনীরুজ্জামান, হুমায়ুন সাদেক চৌধুরী, খোন্দকার আতাউল হক, মিজানুর রহমান খান, হিলালী ওয়াদুদ চৌধুরী, সৈয়দ লুৎফুল হক, আহমদ আখতার, শাহীন রেজা নূর, সৈয়দ আবুল মকসুদ, আতিয়ার রহমান আতিক, এ জেড এম আনাস, মো. নুরুল হুদা, মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ, কাইয়ুম খান মিলন, খোন্দকার শাহাদাত হোসেন, মো. রফিকুল আলম, এনামুল হক, সৈয়দ শাহজাহান, খোন্দকার ফজলুর রহমান (ফিউরি), শাহিদুজ্জামান খান, মুহীউদ্দিন আহম্মদ, মুহাম্মদ রুহুল কুদ্দুস, মো. লুৎফুর রহমান বীনু, বজলুল করিম, মো. আবদুর রহিম, গোলাপ মুনীর ও হামিদুজ্জামান রবি।