- বিশেষ প্রতিনিধি
জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ শক্তি কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণমিশন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্নভাবে পূজা হচ্ছে বলে যাদের গাত্রদাহ তারা দেশকে পিছিয়ে দিতে চায়। তাদের অপকৌশলের একটি হচ্ছে হিন্দু-মুসলমানের বৈরিতা সৃষ্টি করা।
শেখ হাসিনার সরকার এই অপশক্তিকে মাথাচারা দিয়ে উঠতে দিবে না। যেকোনো সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রশাসনকে সবধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সবাই সতর্ক অবস্থানে থাকবে।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লার মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটতে পারে সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় সতর্ক থেকেছে। এ সময় গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।