মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা অনুদান নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের জন্য ৫০  লাখ টাকা অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।

শনিবার (২৩ অক্টোবর ২০২১ ) নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের ব্যবসায়ী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অভিযোগ অভিযোগ তুলে দেশের বিভিন্নস্থানে সহিংসতা শুরু হয়।

এর মধ্যে গত ১৭ অক্টোবর রাতে ফেসবুকে এক তরুণের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল লোক। ওই ঘটনার ‘মূল হোতাদের’ একজন সৈকত মণ্ডলকে আটক করেছে র‌্যাব।

পীরগঞ্জের সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় বলেন, ‘সরকার পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অতীব মানবিক’ উল্লেখ করে স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। সরকারের পক্ষ থেকে আর্তমানবতার সেবায় সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে ১৮টি বাড়ি পুনর্নির্মাণ করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় শামীম ওসমান বলেন, ‘পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা একটি হৃদয়বিদারক ঘটনা।’

তিনি দ্রুততম সময়ের মধ্যে পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। এসময় শামীম ওসমান স্পিকারের মাধ্যমে পীরগঞ্জসহ সারা দেশে ক্ষতিগ্রস্ত স্থানে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধি দলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট