- নিজস্ব প্রতিবেদক
সেনা কল্যাণ ইন্সুরেন্সের আইপিওতে কে কত শেয়ার পেয়েছেন তা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
ডিএসই’তে প্রদত্ত তথ্য অনুযায়ী, সেনা কল্যাণ ইন্সুরেন্সের আইপিওতে আবেদনকারীদের মধ্যে জেনারেল ইনভেষ্টররা প্রতি আবেদনের বিপরীতে পেয়েছেন ১৯/২০ টি করে শেয়ার।
অপরদিকে নন রেসিডেন্ট বা (এনআরবি) কোঠাধারীরা প্রতি আবেদনের বিপরীতে পেয়েছেন ৩৩/৩৪ টি করে শেয়ার।
বিস্তারিত জানতে উল্লেখিত লিন্কে ক্লিক করুন: