- ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে হারের পর সুপার টুয়েলভে টিকে থাকতে আজকের ইংল্যান্ডের ইলিংশ পরীক্ষায় নিশানা করতে হবে টাইগারদের।
বুধবার (২৭ অক্টোবর ২০২১) বাংলাদেশ সময় ৪টায় আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে গ্রুপ ওয়ানের এমন এক লড়াইয়ে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশ সুপার টুয়েলভে তাদের প্রথম ম্যাচ জয়ের অবস্থানে থেকেও হাতছাড়া করেছে। টাইগারদের জোড়া ক্যাচ মিসের সুবিধা নিয়ে শ্রীলঙ্কা ম্যাচটি নিজেদের করে নেয় ৫ উইকেটে।
অন্যদিকে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় ইয়ন মরগ্যানের দল।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।