মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন জয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল পাকিস্তান।

শুক্রবার (২৯ অক্টোবর ২০২১ ) নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। অধিনায়কের দারুণ হাফ সেঞ্চুরির পর আসিফ আলির ক্যামিওতে ছয় বল হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান। ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১২ রানে সাজ ঘরে ফিরেন মোহাম্মদ রিজওয়ান (৮)।

এই ওপেনারের বিদায়ের পর ফখর জামানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ করেন বাবর আজম। আর তাতেই ম্যাচের লাগাম টেনে ধরে পাকিস্তান। ফখর ৩০ রানে ফিরলেও বাবর তুলে নেন আরেকটি হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৫১ রান করেন অধিনায়ক। এরপর মোহাম্মদ হাফিজ (১০) আর শোয়েব মালিক (১৯) দ্রুত ফিরলে আবারও ম্যাচে ফেরে আফগানিস্তান।

তবে শেষ দিকে আসিফ আলীর ক্যামিওতে সহজ জয় পায় বাবরের দল। শেষ দুই ওভারে যখন জয়ের জন্য ২৪ রান দরকার তখন করিম জানাতের করা ১৯তম ওভারে চার ছক্কা হাকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই হার্ড হিটার ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭ বলে ২৫ রান করে। আফগানিস্তানের হয়ে ২৬ রানে দুই উইকেট নিয়ে সেরা বোলার রশিদ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় আফগানিস্তান। ইমাদ ওয়াসিমের করা ইনিংসের দ্বিতীয় ওভারে হারিস রউফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইনফর্ম ওপেনার হজরতউল্লাহ জাজাই। এর পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদ। শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে ৪৯ রান তুলে আফগানিস্তান।

এরপর মিডল অর্ডার ব্যাটাররাও ছিলেন যাওয়া আসার মধ্যে। তবে শেষ দিকে মোহাম্মদ নবি আর গুলবাদিন নাইব সমান ৩৫ রানের দুটি অপরাজিত ইনিংস খেললে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলে আফগানিস্তান। আফগানদের টপ অর্ডার গুড়িয়ে দেওয়ার পেছনে বড় অবদান ছিল পাকিস্তানি বোলারদের। এদিন ২৫ রানে দুই উইকেট শিকার করে দলের সেরা বোলার ইমাদ ওয়াসিম। আর শাহিন ২২ রান খরচায় নেন এক উইকেট।

সম্পর্কিত পোস্ট