জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর দাবিতে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাড়ানো হলো ভাড়া
রোববার (৭ নভেম্বর ২০২১) বিকেল ৫টায় রাজধানীর বিআরটিএ ভবনে বৈঠক শেষে গণমাধ্যমকে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান আজ বিকেল থেকে দেশের সব রুটে আগের নিয়মে বাস চলাচল করবে। তিনি বলেন, সোমবার থেকে বাস ভাড়া বৃদ্ধি পাচ্ছে, এই সিদ্ধান্ত হওয়ার পর দেশব্যাপী চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার অঘোষিতভাবে বাস, ট্রাক ও অন্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকেরা
ধর্মঘটের ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েন নাগরিকরা। বিশেষ করে শিক্ষার্থী ও চাকরির নিয়োগ পরীক্ষার্থীদের ভোগান্তি ছিল চরমে। কয়েক গুণ বেশি টাকা খরচ করেও অনেকে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। অন্যদিকে কর্মজীবী মানুষও পড়েন বিপাকে।
ধর্মঘটের সুযোগ নিয়ে শুক্রবার থেকেই রাজধানীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার লাগামহীন ভাড়া আদায়ের প্রতিযোগিতা শুরু হয়। এতে সাধারণ মানুষ পদে পদে বিড়ম্বনায় পড়েন। অনেকেই সময় মতো গন্তব্যে যেতে না পারায় ক্ষতির মুখে পড়েন।