মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

  • ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডকে কাঁদিয়ে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো নিউজিল্যান্ড।

বুধবার (১০ নভেম্বর ২০২১) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান করেন ইংল্যান্ডের। ইংল্যান্ডের দেওয়া ১৬৭ রানের টার্গেটে নিউজিল্যান্ড ১৯ ওভার খেলেই পৌঁছে যায়।

কিউই ওপেনার ড্যারিল মিচেল ৪৭ বলে ৭২ রানে ইনিংস খেলেন। ৪টি ছক্কা ও ৪টি চার মেরে তিনি দলকে জয়ের দিকে নিয়ে যান। চারে নামা ডেভন কনওয়ে ৩৮ বলে ৪৬ রান করেন। ১১ বলে ২৭ রানের ক্যামিও খেলেছেন জেমি নিশাম। নিশাম একটি চার মারলেও ছক্কা মারেন ৩টি। শেষ ৪ ওভারে ৫৭ রানের দরকার ছিল নিউজিল্যান্ডের। কিন্তু মিচেল ও নিশাম ঝড়ে তিন ওভারেই ৫৭ রান তুলে নেয় কিউইরা। ইংল্যান্ডের ক্রিস ওকস ও লিভিংস্টোন ২টি করে উইকেট নেন।

এর আগে, টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। চারে নামা মঈন আলী ৩৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ডেভিড মালান ৩০ বলে ৪১ রান করেন। ওপেনার জস বাটলার ২৪ বলে ২৯ রান করেন। এছাড়া লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ১৭ রান।

 

সম্পর্কিত পোস্ট