মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

আদমজী ইপিজেডের অর্ধলক্ষাধিক শ্রমিকদের টিকাদান কর্মসূচির উদ্বোধন

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের অর্ধলক্ষাধিক শ্রমিককে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।

বুধবার (২৫ নভেম্বর ২০২১) সকালে ইপিক গার্মেন্টসে টিকাদানের এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ এবং আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক আহসান কবীর এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আজ এ কর্মসূচির প্রাথমিক পর্যায়ে পাঁচ হাজার শ্রমিককে টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনের ভিত্তিতে ইপিজেডের ৪৯ টি কারখানার ৫৪ হাজার ৪৪৬ শ্রমিককে এ কর্মসূচির আওতায় সাত দিনব্যাপী সাতটি কেন্দ্রে ১৭ বুথ এ করে টিকা দেওয়া হবে।

আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক আহসান কবির জানান, ইপিজেডে নিরবচ্ছিন্ন উৎপাদন ও রফতানি প্রবাহ বজায় রাখার পাশাপাশি নিরাপদে শ্রমিকদের ভ্যাকসিন নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন মো. ইমতিয়াজ বলেন, করোনার ভয়াবহতা এখনও কাটেনি। শ্রমিকরা দেশের অর্থনীতির মূলচালিকাশক্তি। পোশাক শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্যবিধি মেনে নির্ভয়ে করোনার টিকা গ্রহণ করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত পোস্ট