- জয়পুরহাট প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
বুধবার (১ ডিসেম্বর ২০২১) সকালে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, কালাই পৌর সভার মেয়র রাবেয়া সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ লেবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে তারা মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান অতিথিরা।