মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মোবাইল অপারেটররা ওটিটি প্লাটফরমে সংবাদ প্রচার করলে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক

লাইসেন্সের শর্ত ভেঙে মোবাইল অপারেটররা ওটিটি প্লাটফরমে সংবাদ বা অনুষ্ঠান প্রচার করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর ২০২১) সচিবালয়ে অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইপিটিভি বর্তমান সময়ের বাস্তবতা। তবে ইতোমধ্যে ১৩টির অনুমোদন দেওয়া হলেও অতিরিক্ত সংখ্যক আইপি টিভি অনুমোদন দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, এত বেসরকারি টেলিভিশনের অনুমোদনের পরও আইপি টিভির যে অনুমোদন দেওয়া হচ্ছে, তা যেন টেলিভিশনের বিকল্প না হয়। এটি দেওয়ার আগে যেন নীতিমালা করা হয়।

অ্যাটকো সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, মোবাইল টেলিফোন অপারেটরদের ওটিটি প্লাটফরমে কোনো সংবাদ বা অনুষ্ঠান সম্প্রচার অবৈধ।

তথ্যমন্ত্রী এসব ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট