মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা সিএমএইচে ‘অনন্ত সমরে’ ভাস্কর্য উদ্বোধন করলেন সেনাপ্রধান

  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নবনির্মিত ‘অনন্ত সমরে’ ভাস্কর্যসহ নতুন চারটি স্থাপনা উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (৬ ডিসেম্বর ২০২১) ঢাকা সিএমএইচ পরিদর্শনসহ আনুষ্ঠানিকভাবে ওই ভাস্কর্য ও স্থাপনা উদ্বোধন করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ১৯৭১ সালের গৌরবান্বিত মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনা অতিমারীর সময় চিকিৎসা সেবায় নিয়োজিত আত্মোৎসর্গকারী সদস্যদের স্মৃতিকে চির স্মরণীয় করে রাখার জন্য এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

আইএসপিআর জানায়, ঢাকা সিএমএইচে নবনির্মিত স্থাপনার মধ্যে রয়েছে অ্যানেস্থেসিয়া বহির্বিভাগ ও চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র এবং স্লিপ ল্যাব। নতুন এ্যানেস্থেসিয়া বহির্বিভাগে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পর্যবেক্ষণ কক্ষ এবং বেশ কয়েকটি অপেক্ষাগার যা রোগীদের অস্ত্রপাচার পূর্ববর্তী অ্যানেস্থেসিয়া চেকআপের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

ঢাকা সিএমএইচ সশস্ত্র বাহিনীর একটি টারশিয়ারী লেভেল রেফারেল এবং ট্রেনিং হাসপাতাল যেখানে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ফলে নতুন এই এ্যানেস্থেসিয়া বিভাগ প্রতিস্থাপন নিঃসন্দেহে একটি যুগোপযোগী সিদ্ধান্ত।

চক্ষু অপারেশন থিয়েটার ও লেজার ভিশন কেন্দ্র প্রতিস্থাপনের সাথে অত্র হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসা সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

এই বিভাগ প্রতিস্থাপনের মাধ্যমে চক্ষু বিষয়ক জটিল এবং উন্নত চিকিৎসা সেবা যেমন, ‘লেজার রিফ্লাকটিভ সার্জারী’ ও অন্যান্য লেজার সার্জারি করাসহ সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।

আইএসপিআর আরও জানায়, এ হাসপাতালে স্লিপ ল্যাব প্রতিস্থাপন করা হয়েছে। এই স্লিপল্যাব ঢাকা সিএমএইচে একটি নতুন সংযোজনকৃত প্রকল্প, যার মাধ্যমে ‘স্লিপ ডিস অর্ডার’র মতো গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় এবং এর উন্নত চিকিৎসা সেবা প্রদানে অত্যন্ত  সহায়ক ভূমিকা পালন করবে।

সম্পর্কিত পোস্ট