- জামালপুর প্রতিনিধি
বিজয় দিবসের অনুষ্ঠানে নাম ঘোষণার তালিকায় সিরিয়াল নিয়ে ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ২০২১) সকালের দিকে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। ভোর থেকেই ওই স্কুল মাঠের শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছিল উপজেলা প্রশাসন ও মুক্তযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ পৌর পরিষদ নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে থাপ্পড় মারেন।
মেহের উল্লাহ অভিযোগ করেন, বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসন তাকে উপস্থাপনের দায়িত্ব দেয়। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রশাসনের একটি তালিকাও দেয়। ওই তালিকায় পৌরসভার নামটি ছিল ৫ নম্বরে। তালিকা অনুযায়ী তিনি নামগুলো ঘোষণা করছিলেন। ৫ নম্বরে পৌরসভার নাম ঘোষণার কারণে মেয়র প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সবার উপস্থিতিতে মেয়র তাকে থাপ্পড় মারেন।
তাকে লাঞ্চিতের ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার কাছে লিখিতভাবে জানিয়েছেন তিনি। ইউএনও কামরুন্নাহার শেফা বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে অনাকাঙ্খিত ওই ঘটনার সময় আমি শহীদ মিনারের বেদিতেই ছিলাম। নাম ঘোষণার সিরিয়াল নিয়ে মেয়র উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন। একজন মেয়র সরকারি কর্মকর্তার গায়ে এভাবে হাত তুলতে পারেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে এ বিষয়ে কথা বলতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ কল ধরেননি।