মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ওমেনস ভলিবলে উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক

প্রথম ও দ্বিতীয় ম্যাচে হার। হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না বাংলাদেশ মহিলা ভলিবল দল।

শুক্রবার (২৪ ডিসেম্বর ২০২১) বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে (২৫-১১, ২৫-১৫, ২৫-১৪) হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে উদ্বোধনী দিনে  নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে (২৫-১৭, ২৫-১৭, ২৫-১৯) হেরেছিল স্বাগতিকরা। রবিন লিগ পদ্ধতির গত দুই ম্যাচে বলতে গেলে বাংলাদেশ বলতে গেলে লড়াই করতেই পারেনি। সেরা দুই দল খেলবে ফাইনাল।

এর আগে দিনের প্রথম ম্যাচে কিরগিজস্তানের মেয়েদের ৩-০ সেটে (২৫-১৫, ২৫-১৪, ২৫-১৩) হারিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। দ্বিতীয় খেলায় মালদ্বীপের মেয়েদের ৩-০ সেটে (২৫-১২, ২৫-০৯, ২৫-০৫) হারিয়েছে নেপাল মেয়েরা।

আজ রয়েছে তিনটি ম্যাচ। সকাল সাড়ে ৯টায় দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে  খেলবে বাংলাদেশ।  সকাল সাড়ে ১১ টায় দ্বিতীয় খেলায় মালদ্বীপের মুখোমুখি হবে শ্রীলংঙ্কা। দিনের তৃতীয় ম্যাচে দুপুর দেড়টায় কিরগিজস্তান প্রতিপক্ষ উজবেকিস্তান।

সম্পর্কিত পোস্ট