মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

স্বপ্নের পদ্মা সেতুতে হঠাৎ প্রধানমন্ত্রী

  • দেশকাল ২৪ ডটকম

স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর ২০২১) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের এই স্বপ্ন সেতু পরিদর্শন করেন।

এ খবর নিশ্চিত করে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ওঠেন। পরে সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত ১৬৫০ মিটার পথ পায়ে হাঁটেন। এরপর আবার গাড়িতে ওঠেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী মাওয়া প্রান্ত দিয়ে সকাল ৭টা ৫০ মিনিটে সেতুতে ওঠেন। সাড়ে ৮টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন। জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়া-২এ বোনকে নিয়ে সকালের নাস্তা করেন। পরে আবার সেতু পার হয়ে ফিরে আসেন সড়কপথে।

তিনি ইংরেজি বছরের শেষ দিনের সকালে আকস্মিক ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতু পরিদর্শনে যান।

চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী। তখন হেলিকপ্টার থেকে বঙ্গবন্ধু কন্যার সেতু দর্শনের ভিডিও ধারণ হয়েছিল মোবাইল ক্যামেরায়।

সম্পর্কিত পোস্ট