মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বিএনপি এখনও দেশকে মনেপ্রাণে ধারণ করতে পারেনি : পানিসম্পদ উপমন্ত্রী

  • শরিয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি এখনও দেশকে মনেপ্রাণে ধারণ করতে পারেনি। তাদের ধ্যান-জ্ঞান হলো পাকিস্তান আর দেশবিরোধী ষড়যন্ত্র।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি ২০২২) শরিয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের নদীভাঙন কবলিত ৪০৩টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে জনকল্যাণের জন্য। আওয়ামী লীগই পৃথিবীর ইতিহাসে একমাত্র দল, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দল বাংলাদেশ নামের জন্ম দিয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সব সূচকে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই এ অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না।

উপমন্ত্রী বলেন, বিএনপির জন্মই হচ্ছে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিল। বিশ্ব নেতৃবৃন্দ যখন শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

এনামুল হক শামীম আরও বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এ দুর্গম চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ এসেছে, এলাকা আলোকিত হয়েছে। এ এলাকায় এখন আর নদীভাঙন নেই। এ অঞ্চলের মানুষ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী ও জাকির হোসেন মুন্সী।

সম্পর্কিত পোস্ট