মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • বিনোদন ডেস্ক

‘ভালো হয়ে যাও মাসুদ’! সামাজিক মাধ্যমে ভাইরাল একটি সংলাপ। প্রায় সবার মুখস্থ এটি। এবার সংলাপটির সঙ্গে মিল রেখে নাটকের নামকরণ করা হলো ‘মাসুদ ভালো হয়ে যাও’। যেখানে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা মিশু সাব্বির।

বিশেষ এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এতে মিশু সাব্বিরের বিপরীতে দেখা যাবে নাদিয়া আফরিন মিমকে।

নাটকের গল্পে দেখা যাবে, এলাকায় একরোখা হিসেবে বেশ খ্যাতি রয়েছে মাসুদের৷ একটা গ্যাংও আছে তার। নেশায় সে বাইকার। তারপর মাসুদ প্রেমে পড়ে। প্রেমিকাকে পেতে মাসুদ আরও ঘাড়তেড়ামি শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে মাসুদ ভালো হয়ে যাবেন কি না, সেই রহস্য নিয়েই এগিয়ে যাবে নাটকের দৃশ্য।

নির্মাতা প্রীতি দত্ত বলেন, ‘নাটকটির গল্প কমেডি হলেও দর্শক এর মাধ্যমে সামাজিক বার্তা পাবেন। আশা করছি, দর্শক এই মাসুদকে নিয়ে হতাশ হবেন না। ’

জানা যায়, আসছে ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে ‘মাসুদ ভালো হয়ে যাও’ নাটকটি।

সম্পর্কিত পোস্ট