মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে এনে প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আদালত।

সোমবার (৯ মে ২০২২) শ্রীলঙ্কার ফোর্ট ম্যাজিস্ট্রেটের আদালত বিক্ষোভকারীদের ওপর হামলার তদন্তের কারণে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।

এছাড়াও রাজাপক্ষের রাজনীতিবিদ পুত্র নামাল এবং তার ১৫ জন মিত্রদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। মাহিন্দা বর্তমানে ত্রিনকোমালি নৌ ঘাঁটিতে অবস্থান করছেন।

সোমবারে বিক্ষোভকারী জনগণের ওপর হামলায় ৯ জন নিহত হয়।

কলম্বোর ম্যাজিস্ট্রেট পুলিশকে শান্তিপূর্ণভাবে হামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

 

সম্পর্কিত পোস্ট