- ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
২০১৮ সালে সাগরিকার এই মাঠে দুই দলের মধ্যকার শেষ দুই ম্যাচে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ৫১৩ রান করে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেট গড়ে ৭১৩ রানের পাহাড়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩০৭ রান করলে ম্যাচটি ড্র হয়। এর আগে ২০১৪ সালে দুই দল মুখোমুখি হয়। ড্র দিয়েই শেষ হয় সে ম্যাচও।
এবারও দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। এবার দেখার পলা নানা সংকটের মধ্যে থাকা লংকানরা না টাইগাররা- কাদের পক্ষে কথা বলে সময়।