বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এবারের ঈদে মুক্তি পাবে সিনেমাটি। প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা।
‘রাধে’ সিনেমায় সালমান খানের নায়িকা দিশা পাটানি। এতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে রণদীপ হুদা ও জ্যাকি শ্রফকে।
রুপালি পর্দায় সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছে দর্শক। আজ ২২ এপ্রিল মুক্তি পেয়েছে ‘রাধে’র ট্রেলার। এরই মধ্যে ট্রেলারটি অন্তর্জালে ঝড় তুলেছে। লুফে নিয়েছেন সাল্লু ভাইয়ের ভক্তরা।
জানা গেছে, শুধু প্রেক্ষাগৃহে নয়, জি প্লেক্স ও টেলিভিশনের পর্দার মাধ্যমে ৫০টির বেশি দেশে দেখা যাবে ‘রাধে’ সিনেমাটি, মাত্র ২৯৯ রুপির বিনিময়ে৷
এমন তথ্যই জানালো বলিউড হাঙ্গামা। শুধু তা-ই নয়, সিনেমাটি মুক্তি পাবে ডিটিএইচেও। একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, সালমান খান ও জি চুক্তিবদ্ধ হয়েছেন টাটা স্কাই, এয়ারটেল, ডিশ টিভিসহ বেশ কয়েকটি সার্ভিস প্রোভাইডারের সঙ্গে। এর মাধ্যমে একইসঙ্গে সিনেমা হল, ওটিটি প্ল্যাটফর্ম ও টিভি দর্শক এ সিনেমা দেখতে পারবেন ছবিটি।