জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী সাইবার ক্রাইমের শিকার হয়েছেন। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন চাঁদনী। তার দাবি, ফেসবুক এবং মেইল অ্যাকাউন্ট হ্যাক করে তার ছবি, ভিডিওসহ সব ডকুমেন্টস নিয়ে গেছে হ্যাকার। এমনকি অনেক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। অন্য মেয়েদের ছবি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড দিচ্ছে। হ্যাকার একজন নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার বলেও জানতে পেরেছেন চাঁদনী। ওই নৃত্যশিল্পী, কোরিওগ্রাফারের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও সেরে ফেলেছেন তিনি। চাঁদনী বলেন, আমি ডিবি পুলিশের সঙ্গে কথা বলেছি। শিগগিরই যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এর আগে ভাটারা থানায় করা জিডিতে চাঁদনী উল্লেখ করেন, তার ফেসবুক এবং মেইল আইডি থেকে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সে দায়ী থাকবে না।