সংসদ প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও নির্বাচিত করার সিদ্ধান্ত হয়। একই সাথে ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকেও নির্বাচিত করা হয়।
বুধবার (১০ জানুয়ারি) সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া বর্তমান চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে পুনরায় দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। একই সাথে তিনি আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করবেন।