করোনা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। আক্রান্ত হচ্ছেন টালিউডের তারকারাও। এ অবস্থায় সম্পূর্ণ ভিন্ন রূপে অনুরাগীদের সামনে এলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নেটমাধ্যমে স্বস্তিকা লিখেছেন, ‘আশা করি আপনারা ভালো আছেন। খুব দরকার না পড়লে বাইরেও নিশ্চয়ই পা রাখছেন না। গত কয়েকদিন ধরে নিজেকে ভীষণ অসহায় লাগছে। চাইলেও কাউকে, কোনোভাবে সাহায্য করতে পারছি না।’ এই বার্তার সঙ্গে তিনি বেশ কিছু সাহায্যকারী নম্বর, অতিমারি মোকাবিলার জন্য প্রয়োজনীয় টিকা, পরীক্ষা কেন্দ্রের যোগাযোগ নম্বর ভাগ করে নেন। যদিও এই নম্বরগুলো কলকাতা এবং হাওড়াবাসীদের জন্য প্রযোজ্য। একই সঙ্গে স্বস্তিকা জানিয়েছেন, প্রতিটি নম্বর তিনি নিজে দেখে নিয়েছেন। প্রতিটিই আপডেটেড। আগামী দিনে কোনো নম্বর পরিবর্তিত হলে সেটিও তিনি শেয়ার করবেন বলে জানিয়েছেন। স্বস্তিকার এই মানবিকতায় আপ্লুত তার অনুরাগীরা। মুগ্ধ তার নতুন ভূমিকায়।