মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ-আবু সাইয়িদ

বিনোদন প্রতিবেদক

বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ। পারিবারিক সিদ্ধান্তেই এবার বিয়ের পিঁড়িতে বসছেন তারা।

শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এর আগে বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মৌসুমী হামিদের গায়ে হলুদ হয়।

মৌসুমীর বর ঢাকার বাসিন্দা আবু সাইয়িদ শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত। সাইয়িদ লেখালেখি করেন, কাজ করেন ক্যামেরার পেছনে। আবু সাইয়িদের লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।

বিয়ে প্রসঙ্গে এখনও দুই জনের কেউই মুখ না খোল্লেও বুধবার রাতে তাদের গায়ে হলুদের একাধিক ছবি সামাজিকমাধ্যমে দেখা যায়। জানা যায়, ছোট পরিষরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন।

মৌসুমী হামিদ লাক্স সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর কাজ করেছেন নাটক, চলচ্চিত্রে। সর্বশেষ ২০২৩ সালের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’।

সম্পর্কিত পোস্ট