ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন ও মুশফিক ফারহানকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শেষ বেলায়’। এটি নির্মাণ করেছেন মনসুর আলম নির্ঝর। লকডাউনের আগেই শেষ বেলায় নাটকটির কাজ শেষ করেছেন নির্মাতা। দীর্ঘদিন থেকেই নিজের মতো কাজ করে যাচ্ছেন মনসুর আলম নির্ঝর। এটি তার পঞ্চাশতম নির্মাণ। নাটকের পাশাপাশি চ্যানেল টুয়েন্টিফোর এর ক্রাইম ফিকশন ধারাবাহিকের চলতি সিজনসহ তিনটি সিজনের পরিচালনা করছেন। এ ছাড়া শিগগির মুক্তি পাবে তার ওয়েবফিল্ম ‘জার্নি টু ঢাকা’। প্রস্তুতি নিচ্ছেন বড়পর্দায় নাম লেখানোর।