মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শপথ নিলেন নতুন মন্ত্রীসভার সদস্যরা

বিশেষ প্রতিনিধি

টানা চতুর্থবারের মতো আগামী পাঁচ বছরের জন্য শপথ নিলেন নতুন মন্ত্রীসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। এর আগে টানা চতুর্থবার এবং মোট পঞ্চমবারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বঙ্গভবনে নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রী হিসেবে শপথ নিলেন-

১) আ ক ম মোজাম্মেল হক

২) ওবায়দুল কাদের, নূরুল মজিদ হুমায়ূন

৩) নূরুল মজিদ হুমায়ূন

৪) আসাদুজ্জামান খান কামাল

৫) ডা. দীপু মনি

৬) মো. তাজুল ইসলাম

৭) মুহাম্মদ ফারুক খান

৮) আবুল হাসান মাহমুদ আলী

৯) আনিসুল হক

১০) ড. হাছান মাহমুদ

১১) মো. আব্দুস শহীদ

১২) সাধন চন্দ্র মজুমদার

১৩) র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

১৪) মো. আব্দুর রহমান

১৫) নারায়ণ চন্দ্র চন্দ

১৬) আব্দুস সালাম

১৭) মহিবুল হাসান চৌধুরী

১৮) ফরহাদ হোসেন

১৯) মো. ফরিদুল হক খান

২০) মো. জিল্লুল হাকিম

২১) সাবের হোসেন চৌধুরী

২২) জাহাঙ্গীর কবির নানক

২৩) নাজমুল হাসান

২৪) স্থপতি ইয়াফেস ওসমান

২৫) সামন্ত লাল সেন।

স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন-

১) সিমিন হোমেন রিমি

২) নসরুল হামিদ

৩) জুনাইদ আহমেদ পলক

৪) মোহাম্মদ আলী আরাফাত

৫) মো. মহিববুর রহমান

৬) খালিদ মাহমুদ চৌধুরী

৭) জাহিদ ফারুক

৮) কুজেন্দ্র লাল ত্রিপুরা

৯) রুমানা আলী

১০) শফিকুর রহমান চৌধুরী

১১) আহসানুল ইসলাম (টিটু)।

শপথের পর পরই তাদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন মন্ত্রীসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রীসভা ভেঙে দেওয়া হয়েছে বলেও গণ্য করার কথা বলা হয়েছে এক প্রজ্ঞাপনে।

সম্পর্কিত পোস্ট