মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

এক দশকে মেহজাবিন

এক দশকের পথচলায় এই প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী হয়ে উঠেছেন লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী। এখন অনেক ভেবেচিন্তে কাজ করেন তিনি। গত কয়েক বছরে প্রতিনিয়ত নতুন নতুন রূপে পর্দায় হাজির হয়েছেন। এরই মধ্যে নতুন বছরে মেহজাবিন অভিনীত ভিকি জাহেদের ‘ভুলজন্ম’ ও ‘মজনু’, রুবেল হাসানের ‘মহব্বত’, মহিদুল মহিমের ‘শিল্পী’ নাটকগুলোতে তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। করোনায় লকডাউনের কারণে আপাতত মেহজাবিন কাজ করছেন না। ঈদের জন্য এরই মধ্যে তিনি অপূর্বর বিপরীতে মিজানুর রহমান আরিয়ানের ‘ভাগ্যক্রমে’, নিশোর বিপরীতে মাহমুদুর রহমান হিমির ‘মারুন’, ‘দ্বিতীয় সূচনা’ এবং তাহসানের বিপরীতে ‘ক্রেডিট শো’ নাটকে অভিনয় করেছেন। এসব নাটকে কাজ করা প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত যে চারটি নাটকে কাজ করেছি তার মধ্যে কোনটা বেশি ভালো সেটা আসলে বলা কঠিন। করোনার সার্বিক পরিস্থিতি এখন যেমন এই অবস্থায় কোনো কাজ করছি না। অবস্থা আগামীতে যদি কিছুটা ভালো হয়, তা হলে ভেবে দেখব।’ অভিনয়ে মেহজাবিন চৌধুরী নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার মতো অভিনেত্রী হওয়ার জন্য অনেকেই মিডিয়ায় এসে স্বপ্ন দেখছেন। মেহজাবিনের মতে, অধ্যবসায়, স্ক্রিপ্ট মুখস্থ থাকা এবং সময়মতো শুটিংয়ে আসা একজন সত্যিকারের অভিনেত্রী হতে যা খুব জরুরি।

 

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *