মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশায় ১২ ফ্লাইট শিডিউল বিপর্যয়

ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক ৩ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত, কলকাতা ও মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেছে। এ কারণে ১২ ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রিয়াদ থেকে আসা সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ২ টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা। কিন্তু ঘন কুয়াশার কারণে এটি ভারতের মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে অবতরণ করে।

একই কারণে রাত ৩ টার দিকে কুয়েত সিটি থেকে আসা জাজিরা এয়ারলাইন্সের ১ টি বিমান শাহজালালের পরিবর্তে ভারতের কলকাতায় নামে এবং সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার ১ টি ফ্লাইট নামে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

সম্পর্কিত পোস্ট