উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার ঢাকা ছাড়ার প্রস্তুতি ছিল পররাষ্ট্রমন্ত্রীর। তবে আবহাওয়াজনীত কারণে শেষ অবদি উগান্ডায় যাওয়া হয়নি মন্ত্রীর। আজ বৃহস্পতিবার রাতে তার ফের উগান্ডায় উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রীর এটা প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী ৭ ফেব্রুয়ারি আমি ভারত সফরে যাচ্ছি । সফরটা সম্ভবত তিনদিনের জন্য। সবকিছু এখনও চূড়ান্ত হয়নি। তবে ৭ ফেব্রুয়ারি যাচ্ছি।
দিল্লি সফরে আলোচনায় কোন বিষয়গুলো থাকবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এখনও রেডি (প্রস্তুত) হয়নি। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রি মোদির সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি এখনও ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।