মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বঙ্গতে মুক্তি পেলো ‘অসময়’

কাজল আরেফিন অমির প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে অবমুক্ত হয়েছে।

বর্তমান সময় ও সমাজের এক বাস্তব গল্প নিয়ে নির্মিত এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

এছাড়া অন্যান্য চরিত্রে আছেন প্রতিভাবান অভিনেত্রী রুনা খান, প্রথিতযশা অভিনেতা তারিক আনাম খান, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, শ্বাশত দত্ত, সুমন পাটোয়ারি, শিমুল শর্মা, লামীমা লাম, ইশরাত জাহিন আহমেদ এবং জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।

অসময় ফিল্মটির মূল কাহিনী একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী উর্বিকে ঘিরে আবর্তিত হয়। যেখানে সে ঘটনাচক্রে একটি খুনের মামলায় ফেঁসে যায়। সন্দেহ করা হয়, নিম্নমধ্যবিত্ত পরিবারের এই মেয়েটি একটি অপরাধ চক্রের সাথে জড়িত, যার মূল কাজ সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে অনৈতিকভাবে সম্পর্ক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা। কিন্তু আসলেই এই অভিযোগ সত্য? নাকি পুরোটাই ষড়যন্ত্র? জানতে হলে দেখতে হবে পুরো সিনেমাটি।

ওয়েব ফিল্মটিতে নির্মাতা অমি অনেকগুলো ছোট-ছোট গল্প বলার চেষ্টা করেছেন, যা পরবর্তীতে একই কেন্দ্রবিন্দুতে মিলিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই গল্পটিতে নির্মাতা অমি’র যেই মুন্সিয়ানা, সেই কমেডিরও কোনো কমতি নেই। ফিল্মটি দেখে কখনও কখনও চোখের পাতা ভিজে উঠলেও নির্মল আনন্দে বারবার হেসে উঠতে বাধ্য হবেন দর্শক।

উল্লেখ্য, গত বছর নির্মাতা কাজল আরেফিন অমি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর সাথে তার প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ নির্মাণ করেন। হোটেল রিল্যাক্স এখন পর্যন্ত বঙ্গ-এর সবচেয়ে জনপ্রিয় ও দেশীয় ওটিটি ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল কন্টেন্ট হিসেবে রেকর্ড গড়ে।

সম্পর্কিত পোস্ট