বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের ৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম জয়ের খোঁজে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ফরচুন বরিশালের। এমন ম্যাচে লিটনদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে তামিমরা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মোহাম্মদ রিজওয়ান, তানজীর ইসলাম, রোস্টন চেস, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফ্রড, খুশদিল শাহ, আলিস ইসলাম।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল, প্রীতম কুমার, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ, দুনিথ ওল্লালাগে, খালেদ আহমেদ, মোহাম্মদ ইমরান ও আব্বাস আফ্রিদি।