‘সেবা ও সদাচার ডিএমপি’র’ অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার সময় তার কার্যালয়ে সকল অফিসার ও ফোর্স নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন উদযাপন করেন।
ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য প্রদান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠার পরিচয় দিবেন বলে সকল অফিসার এবং ফোর্সের মাঝে আশাবাদ ব্যক্ত করেন উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।