বাংলাদেশ আওয়ামী লীগের নব গঠিত কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়।
উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, সদস্য সচিব মাশরাফি বিন মর্তুজা এমপি , সাবেক ফুটবলার আবদুল গাফফার, টুটুল, আশরাফ উদ্দিন চুন্নু ও কামাল হোসেন পলাশসহ উপ-কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।