মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু পেশাজীবী লীগের ‍উদ্যোগে ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন

মহান  শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ২১ এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর সরকার মো. আবুল কালাম আজাদ  এবং সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ এর নেতৃত্বে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাজ্বী তারিকুল ইসলাম তরু,  ঢাকা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. নুর ইসলাম,  কেন্দ্রীয় দপ্তর  প্রকৌশলী মো. মাসুম জাহিদ মাসুদ,  কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. জুলহাস প্রধান, সদস্য মো.  আব্দুল আজিজ,  কৃষিবিদ হাসান রুহি, ডা: মথিশ চন্দ্র,  শেখ জামাল উদ্দিন,  মো. আরিফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া,   ঢাকা জেলা উওর এর আহবায়ক মো. আবুল হোসেন,  ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মো. মাহবুবুর রহমান জাকির,  যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা মো. আমির হোসেন,  মোরসালিনা আক্তার,  মো. আফজাল চৌধুরী,  মো. হান্নান,  মো: রাজু ও সদস্য সচিব শেখ মোকসেদুল ইসলাম নয়নসহ বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয়,  ঢাকা বিভাগ,  ঢাকা মহানগর ও ঢাকা জেলার নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট