মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

না ফেরার দেশে চলচ্চিত্রের শিল্পী চক্রবর্তী

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ চলচ্চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। এ পরিচালকের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা।
তিনি বলেন, বুধবার রাতে হঠাৎ করেই বাসায় মাথা ঘুরে পড়ে যান শিল্পী চক্রবর্তী। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার  সকালে আইসিইউতে রাখা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় মৃত্যু হয় তার।
জানা গেছে, শিল্পী চক্রবর্তী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগে ২০২২ সালে স্ট্রোক হয়েছিল একবার। তারপর থেকে শারীরিকভাবে দুর্বল ছিলেন তিনি।
‘বিনি সুতার মালা’, ‘উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’ ও ‘মীমাংসা’ সিনেমার নির্মাতা পরিচালক শিল্পী চক্রবর্তী।

সম্পর্কিত পোস্ট