মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

আইন মেনে হোটেল-রেস্তোরাঁয় অভিযানের নির্দেশ

হোটেল ও রেস্তোরাঁ হয়রানিমূলক এলোমেলো অভিযান না করে আইন অনুযায়ী অভিযান করতে বলেছন হাইকোর্ট। একইসঙ্গে আইন অনুযায়ী যারা রেস্তোরাঁ পরিচালনা করছে তাদের হয়রানি করা কেন অবৈধ নয়, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার  (১২ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে গত সোমবার হোটেল ও রেস্তোরাঁ হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন হোটেল ও রেস্টুরেন্টে মালিকরা।
জানা যায়, রাজধানীর বেইলি রোডে একটি ভবনে অগ্নি দুর্ঘটনার ঘটনার পর ধানমণ্ডি, খিলগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ভবনে থাকা হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়াসহ গ্রেপ্তার ও জরিমানা করা হয়। ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরকারি সংস্থাগুলোর চালানো এসব অভিযানের সমালোচনা করে রেস্তোরাঁ মালিক সমিতি একে ‘হয়রানি’ বলে উল্লেখ করে প্রতিবাদ করেছেন।

সম্পর্কিত পোস্ট