মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতে লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে শুরু

ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) ভারতের নির্বাচন কমিশন থেকে ভোটের এই তারিখ ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সাত ধাপের ওই নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল। চলবে ১ জুন পর্যন্ত। ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ জুন।

বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। সেখানে প্রায় ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে আগামী ১৬ জুন। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ১৯ এপ্রিল প্রথম দফার পর লোকসভা নির্বাচন দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে ২৬ এপ্রিল, তৃতীয় দফার ৭ মে, চতুর্থ দফার ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ২৬ মে ষষ্ঠ দফা এবং ১ জুন সপ্তম দফার ভোটগ্রহণ  হবে।
রাজীব কুমার বলেন, আমাদের ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। সাড়ে ১০ লাখের বেশি ভোটকেন্দ্রে দেড় কোটি ভোটগ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ৫৫ লাখের বেশি ইভিএম, ৪ লাখ যানবাহন ভোটের কাজে ব্যবহার হবে।

সম্পর্কিত পোস্ট