লোকসভা ভোটে বিহারের ভাগলপুর আসন থেকে প্রার্থী হতে পারেন বলিউড এবং দক্ষিণী অভিনেত্রী নেহা শর্মা। শনিবার নেহার বাবা তথা ভাগলপুরের কংগ্রেস বিধায়ক অজয় শর্মা এই ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, ‘বিহারে মহাগঠবন্ধনের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। রফা নিয়ে আলোচনা চলছে। তবে ভাগলপুর লোকসভা আসনটি কংগ্রেসের পাওয়া উচিত। কারণ এটি আমাদের শক্ত ঘাঁটি। যদি আমরা এই আসনটি পাই, তবে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তা দলের হাই কমান্ড ঠিক করবে। যদি দল আমাকে প্রশ্ন করে বলব, আমার মেয়ে নেহা শর্মা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে।’
‘ক্রুক’, ‘ইয়াঙ্গিস্তান’, ‘তুম বিন ২’ ও ‘তানাজি’ এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন নেহা। তেলুগু চলচ্চিত্রেরও পরিচিত মুখ তিনি। পোশাক-শৌখিনীদের দুনিয়াতেও তিনি পরিচিত।
নেহার বাবা অজিত বিশিষ্ট ব্যবসায়ী। ২০১৪-র উপনির্বাচন থেকে টানা তিন বার ভাগলপুর বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন তিনি।