ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বহুদিন ধরেই থাকছেন না শ্রাবন্তী। এমন পরিস্থিতিতেই লাল শাড়িতে বিয়ের সাজে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন শ্রাবন্তী। মাথায় মুকুটও পড়েছেন অভিনেত্রী। দেখে মনে হচ্ছে হয়তো কোনও বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি।
কিন্তু সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ট্রল শুরু হয়ে যায়। ফেসবুকে আড়াই হাজারেরও বেশি কমেন্ট পড়েছে সেখানে। সবার একই প্রশ্ন, চার নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাকি অভিনেত্রী?
এতকিছুর পরেও শ্রাবন্তীর সঙ্গে আবারও থাকতে চাচ্ছেন রোশান। সোমবার (৭ জুন) অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতে মামলা করেছেন তিনি। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম থেকে এ খবর জানা গেছে।
অন্যদিকে টলিউডে গুঞ্জন উঠেছে, নতুন করে প্রেমে মজেছেন শ্রাবন্তী। কিন্তু তিনি এখন অবধি রোশানের সঙ্গে সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে চুপ রয়েছেন।