চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি একেএম গোলাম নবী খোকন গুরুতর অসুস্থ। তিনি ঢাকা বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইউরোলজি এন্ড কিডনী ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডাঃ মির্জা ম. হাসান ফায়সাল তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক প্রফেসর ডাঃ মির্জা ম. হাসান ফায়সাল জানান তার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়েছে। তার দ্রুত অপারেশন করা প্রয়োজন।
সোমবার (১ এপ্রিল) মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসরঅম জানান মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি একেএম গোলাম নবী খোকন ৩০ মার্চ হতে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার আশু রোগমুক্তির জন্য মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব ও তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
সাংবাদিক একেএম গোলাম নবী খোকন দৈনিক আওয়ার বাংলাদেশ ও দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার প্রতিনিধির পাশাপাশি ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন।