মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কারিনাকে বয়কটের হুশিয়ারি

‘রামায়ণ’ সিনেমায় ‘সীতা’ চরিত্রে অভিনয়ের জন্য কারিনা কাপুর নাকি পারিশ্রমিক হেঁকেছেন সবচেয়ে বেশি, ১২ কোটি রুপি! এমন গুঞ্জনে চটেছেন নেটিজেনদের একাংশ। কারিনাকে বয়কটেরও হুশিয়ারি দিয়েছেন অনেকে। বর্তমানে টুইটারে ট্রেন্ডিংয়ে রয়েছে ঘটনাটি। পারিশ্রমিক বাইরেও কারিনার সিনেমাটিতে অভিনয় করা নিয়ে প্রশ্ন আছে অনেকের। তাদের দাবি, কারিনা কীভাবে সীতার চরিত্রে অভিনয় করবেন! দেবী সীতা হিসেবে সইফপত্নীকে মানা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন কেউ কেউ।

জানা যায়, সিনেমাটিতে অভিনয়ের জন্য কারিনার সময় লাগবে ৮ থেকে ১০ মাস। যা তার অন্যান্য সিনেমার তুলনায় অনেক বেশি। সাধারণত তিনি সিনেমা প্রতি ৬ থেকে ৮ কোটি রুপি নিলেও এটির জন্য চাইছেন ১২ কোটি রুপি।

সম্পর্কিত পোস্ট