লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন । ১২ জুন সন্ধ্যায় তার বাগদান সম্পন্ন হয়েছে। তার হবু বরের নাম ফারহান। পেশায় ব্যবসায়ী। তিনি প্রসূনের দীর্ঘদিনের বন্ধু। ফারহানের মা ও তার পরিবারের সদস্যরা প্রসূনদের বাসায় এসে আংটি পরিয়ে দিয়ে গেছেনও জানান প্রসূন।
‘অচেনা হৃদয়’ দিয়ে সিনেমায়ও পা রাখেন তিনি। ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘সর্বনাশা ইয়াবা’। রাশিদ পলাশের ‘পদ্মাপুরান’, নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ছবিগুলোতেও কাজ করছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন প্রসূন। এরপর নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমে নিয়মিত কাজ করতে থাকেন। তবে মাঝে অভিনয়ের প্রতি অমনোযোগী হয়ে পড়েন অভিনেত্রী।